এইচএসসি ও আলিম সমমান পরীক্ষা ২০২২ এর ফলাফল প্রকাশের তারিখ- ৮ ফেব্রুয়ারী ২০২৩ | HSC & Alim Exam 2022 result on 08 February 2023

Mohammad Norul Abswer
0
Join our Telegram Channel!

২০২২ সালের এইচএসসি ও আলিম সমমান পরীক্ষার ফল প্রকাশ হতে চলতেছে ৮ ফেব্রুয়ারী (সোমবার) দুপুর ১২টায় পরীক্ষার ফল একযোগে স্ব স্ব কেন্দ্র শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে প্রকাশ করা হবে।

HSC রেজাল্ট দেখা যাবে দুইটি পদ্ধতিতে:

  1. অনলাইনে
  2. মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে

এসএমএস করে এইচএসসি ও আলিম সমমান পরীক্ষার ফলাফল জানতে নির্দিষ্ট পরিমাণ এর ফি কাটবে আর অনলাইনে এইচএসসি ও আলিম সমমান পরীক্ষার ফলাফল জানতে পারবে একদম ফ্রিতে।


অনলাইনে এইচএসসি ও আলিম সমমান পরীক্ষার ফলাফল দেখার নিয়মঃ

নিচের দুইটা লিংক থেকে সরাসরি আপনি ফলাফল দেখতে পারবেন খুব সহজে। যেকোনো একটাতে ভিজিট করে পরীক্ষার (Examination) নাম, পরিক্ষার সাল, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর প্রদান করে সাবমিট এ ক্লিক করলে ফলাফল চলে আসবে।

১) প্রথম লিংক:

www.educationboardresults.gov.bd


২) দ্বিতীয় লিংক:

www.eboardresults.com


এছাড়াও নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেখতে পারবেন এইচএসসি ও আলিম সমমান পরীক্ষার ফলাফল-

মোবাইলে এসএমএস এর মাধ্যমে এইচএসসি ও আলিম সমমান পরীক্ষার ফলাফল জানার পদ্ধতি:

এইচএসসি ও আলিম সমমান পরিক্ষা ২০২২ এর ফলাফল প্রকাশের তারিখ- ৮ ফেব্রুয়ারী ২০২২ | HSC & Alim Exam 2022 result on 08 February 2023

যেকোনো ফোন এর মেসেজ অপশন এ গিয়ে লিখতে হবে HSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> পরীক্ষার্থীর রোল <স্পেস> পরীক্ষার সাল
উদাহরণঃ 
HSC DHA 641322 2022
মাদ্রাসার ক্ষেত্রে: 
HSC MAD 641122 2022

এর পর পাঠিয়ে দিতে হবে 16222 নাম্বারে। প্রায় ২.৫০ টাকা এসএমএস বাবদ ফি কাটবে.!

কিছুক্ষণ পর ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনাকে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডর আলিম এর প্রতিষ্ঠান, জেলা, থানা, কেন্দ্র ভিত্তিক ফলাফল দেখুন


  • নিচের লিংকে:


If anyone has any objections to our content, please email us directly: [email protected]
Follow us WhatsApp Channel!
Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!