তুমি মানলে মানো না মানলে মন মানোনা। নাতে রাসূল (দ.) এর লিরিক্স এবং অডিও ডাউনলোড
নাতে রাসূল (দ.): 'তুমি মানলে মানো না মানলে মন মানোনা'- কথা: মুহাম্মদ ইকবাল হোসাইন কাদেরী
নিচের বাটন থেকে অডিও ডাউনলোড করুন
তুমি মানলে মানো না মানলে মন মানোনা...
কথা ও সুর: শায়ের মুহাম্মদ ইকবাল হোসাইন কাদেরী
তুমি মানলে মানো না মানলে মন মানোনা (২)
আশেকেরি আসল জান্নাত সোনার মদিনা (৪)
আশেক হৃদয়ে যত ইশকে-ই জ্বালা
দূর করিতে পারে ঐ মদিনাওয়ালা(২)
তাই মদিনা মদিনা করে,,,,,,, (২)
হয়েযায় ফানা (ঐ)
একসময় ছিলো মদিনা অলক্ষণের ভূমি
নবীর ছোঁয়ায় হলো
আরশের ছেয়ে দামী
নবী যেথায় আছেন শুয়ে (২)
জান্নাতের টুকরা বলে
করলেন ঘুষনা (ঐ)
সবাইতো স্বর্গের পাগল নরকেরি না
আমি ইকবাল স্বর্গ নরক কিছুই চাহিনা
কামনা শুধু দিদারে নবী ও রাব্বনা (ঐ)
