কি আছে ঐ মুহাম্মদ নামে। নাতে রাসূল (দ.) এর লিরিক্স এবং অডিও ডাউনলোড
নাতে রাসূল (দ.): 'মদিনার অলি গলি কতইযে সুন্দর'- কথা: মুহাম্মদ ইকবাল হোসাইন কাদেরী
নিচের বাটন থেকে অডিও ডাউনলোড করুন
কি আছে ঐ মুহাম্মদ (দঃ) নামে...
কথা ও সুর: শায়ের মুহাম্মদ ইকবাল হোসাইন কাদের
কি আছে ঐ মুহাম্মদ (সঃ) নামেজানে মাওলা আমার ভালো জানে
খোদার খোদায়ি যাহার প্রেমে
পড়ে দরুদ আসমানে জমিনে।।
যতই ভাবি ততই হবে অবাক
তেমন রুপে গুনে ভরা রাসুলে পাক..২
যাহার আখলাক দেখে আল আমিন
লকব দিলো মক্কার কাফের গনে।।
মিম হা মিম দাল চার হরফে
নিয়ামতে ভরপুর রয়েছে..২
যে পড়েছে সেই হরফের প্রেমে
কামিয়াবী হবে দু জাহানে।।
সবাই যানে নবীজি না হলে
কিছুই হতো না জলে স্থলে..২
ইকবালে কয় মিলে দুজাহানে
সবী দয়াল নবীজির স্বরণে।।
