Alim Bangla 2nd Paper Grammar Part (Grammatical word class of the Bengali language) Book PDF
বইয়ের পাঠ পরিচিতি
- ব্যাকরণিক শব্দশ্রেণি কাকে বলে? বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণিকে কয় ভাগে ভাগ করা যায়? সংজ্ঞাসহ উদাহরণ দাও।
- বিশেষ্য পদ কাকে বলে? বিশেষ্য পদ কত প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের সংজ্ঞাসহ উদাহরণ দাও। [আ. প. ২০১৬; সি. বো. '১৯; য. বো. '১৯]
- বিশেষণ পদ কাকে বলে? বিশেষণ পদ কত প্রকার ও কী কী? উদাহরণসহ লেখ।
- ভাব-বিশেষণ কাকে বলে? ভাব-বিশেষণ কত প্রকার ও কী কী? উদাহরণসহ বর্ণনা কর।
- বাক্যে ক্রিয়া-বিশেষণের ব্যবহার এবং ক্রিয়া-বিশেষণের গঠনরূপ বর্ণনা কর।
- বিশেষণের অতিশায়ন বলতে কী বোঝ? খাঁটি বাংলা ও তৎসম শব্দের অতিশায়নের নিয়মগুলো আলোচনা কর।
- সর্বনাম পদ কাকে বলে? সর্বনাম পদের শ্রেণিবিভাগ উদাহরণসহ লেখ। অথবা, উদাহরণসহ সর্বনাম পদের শ্রেণিবিভাগ আলোচনা কর। [ঢা. বো. '১৯; চ. বো. '১৯]
- সর্বনাম ও বিশেষণ পদ হিসেবে ব্যবহৃত 'কী' শব্দের তিনটি ও অব্যয় পদ হিসেবে ব্যবহৃত 'কি' শব্দের তিনটি প্রয়োগ দেখাও।
- সাপেক্ষ সর্বনাম কী? সাপেক্ষ সর্বনামের চারটি প্রয়োগ দেখাও। [দি. বো. '১৯]
- নির্দেশক সর্বনাম 'এ' এবং 'এই' এর প্রয়োগ দেখিয়ে দুটি করে বাক্য রচনা কর এবং বাক্যে অব্যয় হিসেবে 'এই' এর প্রয়োগ দেখাও।
- বাক্যের মধ্যে নামের পরিবর্তে ব্যবহৃত হওয়াই সর্বনামের একমাত্র কাজ নহে।' -ব্যাখ্যা কর।
- ক্রিয়াপদ বলতে কী বোঝায়? ক্রিয়াপদ কত প্রকার ও কী কী? উদাহরণ দাও।
- বাক্যে ক্রিয়াপদের গুরুত্ব কতখানি? বাংলা ক্রিয়াপদ গঠনের প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা কর।
- ক্রিয়াপদ কাকে বলে? অর্থের বিচারে ক্রিয়াপদকে কয় ভাগে ভাগ করা যায়? উদাহরণসহ আলোচনা কর।
- সমাপিকা ও অসমাপিকা ক্রিয়াপদের পার্থক্য উদাহরণসহ বুঝিয়ে দাও।
- যৌগিক ও মিশ্র ক্রিয়ার পার্থক্য উদাহরণসহ বুঝিয়ে লেখ।
- যৌগিক ক্রিয়া কাকে বলে? যৌগিক ক্রিয়া গঠনের পদ্ধতি উদাহরণসহ লেখ।
- ক্রিয়াপদের ভাব বলতে কী বোঝ? তা কত প্রকার ও কী কী? উদাহরণসহ ব্যাখ্যা কর।
- ক্রিয়ার কর্ম বলতে কী বোঝ? তা কত প্রকার ও কী কী? উদাহরণসহ আলোচনা কর। অথবা, উদাহরণসহ কর্মের স্বরূপ ও প্রকৃতি আলোচনা কর।
- "বাংলা সমাপিকা ক্রিয়ার কালভেদে রূপান্তর হয়, কিন্তু লিঙ্গভেদে হয় না।"- আলোচনা কর।
- পুরুষভেদে ক্রিয়াপদ প্রয়োগে বিভিন্নতা দেখা যায়, কিন্তু বচনভেদে কোনো পার্থক্য দেখা যায় না- উদাহরণসহ উক্তিটি বিশ্লেষণ কর।
- ক্রিয়া-বিশেষণ কাকে বলে? ক্রিয়া-বিশেষণের শ্রেণিবিভাগ আলোচনা কর।
- যোজক কাকে বলে? যোজক কত প্রকার ও কী কী? উদাহরণসহ লেখ। [আ. প. ২০১৮] অথবা, যোজক-শব্দ বলতে কী বোঝায়? যোজক-শব্দের শ্রেণিবিভাগ উদাহরণসহ আলোচনা কর। [এইচএসসি প. ২০১৯]
- উদাহরণসহ বিশেষ্য অনুসর্গের প্রকারভেদ আলোচনা কর।
- অনুসর্গ কাকে বলে? অনুসর্গের প্রকারভেদ সংজ্ঞাসহ উদাহরণ দাও। অথবা, অনুসর্গ বলতে কী বোঝ? অনুসর্গ কত প্রকার ও কী কী? উদাহরণসহ আলোচনা কর।
- অনুসর্গ কাকে বলে? বাংলা ভাষায় অনুসর্গের প্রয়োজনীয়তা আছে কি? পাঁচটি অনুসর্গ প্রয়োগ করে পাঁচটি বাক্য রচনা কর।
- আবেগ-শব্দ কাকে বলে? উদাহরণসহ এর শ্রেণিবিভাগ আলোচনা কর। [আ. প. ২০১৭; রা. বো. '১৯;' ব. বো. '১৯)
- পদ ও শব্দের মধ্যে পাঁচটি পার্থক্য নির্দেশ কর।
- নিচের অনুচ্ছেদ হতে বিভিন্ন পদ (ব্যাকরণিক শব্দশ্রেণি) নির্ণয় কর।