কে কি বলে শুনবোনা,মোরা সুন্নিরা নবীর দিওয়ানা
নাতে রাসূল (দ.): 'সুন্নিরা নবীর দিওয়ানা'- কথা: মুহাম্মদ ইকবাল হোসাইন কাদেরী
'সুন্নিরা নবীর দিওয়ানা'
কথা ও সুর: শায়ের মুহাম্মদ ইকবাল হোসাইন কাদের
কে কি বলে শুনবোনামোরা সুন্নিরা নবীর দিওয়ানা
মোদের মন্দ বলুক, বলুক ভন্ড বলুক
মোরা জান দিতেও ভয় করি না
কারো কথায় কান দেবো না
মোরা সুন্নিরা নবীর দিওয়ানা....।
আহলে সুন্নাত ওয়াল জামাত
জিন্দাবাদ জিন্দাবাদ - ৪
নবীর তাজিমে একটু দাঁড়ালে
কতোজনে কত কথা কয়
দিলে সালামি আমরা তো জানি
এই দি'লে শান্তি কেমন হয়..২
যে না বুঝার সেই বুঝবে না।। (ঐ)
সুন্নিরা নবীর দিওয়ান..........
নবীকে ভালোবাসি বলে মোরা অপরাধী
তবু ভালোবেসে যাবো হোক মরণও যদি..২
এই কথা আশেক ছাড়া বুঝেবে না।। (ঐ)
সুন্নিরা নবীর দিওয়ান..........
ভালো মন্দ নিয়ে দন্দ্ব থাকবে আজীবন
কয় ইকবালে হিংসার জালে থাকবে আর কতো ক্ষণ..২
ভেবো নবী ছাড়া কেউ আপন না।। (ঐ)
সুন্নিরা নবীর দিওয়ান..........
