মদিনার অলি গলি কতইযে সুন্দর
নাতে রাসূল (দ.): 'মদিনার অলি গলি কতইযে সুন্দর'- কথা: মুহাম্মদ ইকবাল হোসাইন কাদেরী
মেশকে আম্বর...
কথা ও সুর: শায়ের মুহাম্মদ ইকবাল হোসাইন কাদের
মদিনার অলি গলি কতইযে সুন্দর...৪মদিনার খুশবো যেন লাগে মেশকে আম্বর
যেদিকে চোখ যায় এই মনে লাগে
এমন রুপের নগর দেখিনিতো আগে..২
কোন পরশে হলো এত যে মনোহর।। (ঐ)
মদিনার অলি গলি কতইযে সুন্দর...।
সবুজ গম্বুজের দিকে যেই পড়ে নজর
হুস হারিয়ে আশেকরা হয়ে যায় পাথর..২
খুশিতে ভুলে যায় আপন বাড়িঘর।। (ঐ)
মদিনার অলি গলি কতইযে সুন্দর...।
ইকবালের এই বেদনা বেদনাই রইলো
এখনো রওজা পাক দেখা না হলো..২
দেখতে আশায় মন শোকে হল কাতর।। (ঐ)
মদিনার অলি গলি কতইযে সুন্দর...।
